• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার চায় শ্রমিক ফেডারেশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১, ২০২৩, ০২:৩০ পিএম
শ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার চায় শ্রমিক ফেডারেশন

শ্রমিকদের অধিকার আদায়ে শিল্পকারখানা, প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। এ সময় শ্রমিকের নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানান সংগঠনের নেতারা।

সোমবার (১ মে) দুপুরে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, “মে দিবস শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এক তাৎপর্যময় সংগ্রামের দিন। শ্রমিকের ঐক্যবদ্ধ ও সংগঠিত আন্দোলন আট ঘণ্টা শ্রমের অধিকার আদায় করেছিল। শ্রমিকদের অধিকার আদায় করতে হলে সংগঠনের কোনো বিকল্প নেই। তাই শিল্পকারখানা, প্রতিষ্ঠানসহ অসংগঠিত সবক্ষেত্রে শ্রমিক ইউনিয়ন গড়ে তুলতে হবে। সকল বাধা উপেক্ষা করেই শ্রমিকদের আইনগত অধিকার বাস্তবায়ন করতে হবে। দেশে ৮৫ শতাংশ অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবীদের জন্য কোনো মজুরি কাঠামো বা জাতীয় নিম্নতম মজুরি নেই।”

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে জীবন চলে না। তারা অবিলম্বে জাতীয় নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণার দাবি জানিয়েছেন বক্তারা।

সংসদে ‘অত্যাবশ্যকীয় পরিষেবা’ বিল উত্থাপনের সমালোচনা করে বক্তারা বলেন, “এই আইন তৈরি হচ্ছে শ্রমিকের ধর্মঘট করার অধিকার কেড়ে নেওয়ার জন্য, এটা মালিকদের স্বার্থে। এটা হতে দেওয়া যাবে না। আমরা এই বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

সমাবেশে আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি কামরুল আহসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, কেন্দ্রীয় নেতা আনোয়ার আলী, শাহানা ফেরদৌসী লাকী, সাব্বাহ আলী খান কলিন্স, কামরুল হাসান, নগর নেতা কিশোর রায়, তাপস কুমার রায়, হাজী পিনচু প্রমুখ।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!