• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার : আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০৩:৪৬ পিএম
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার : আইনমন্ত্রী
ফাইল ফটো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে রোববার (১ অক্টোবর) মতামত দেবে আইন মন্ত্রণালয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

খালেদা জিয়ার আবেদনের বিষয়ে আনিসুল কহ বলেন, “আমরা রোববার মতামত দিয়ে ফাইল ছেড়ে দেবো।”

এদিকে, আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন বলে জানিয়েছেন রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসাদুজ্জামান খান কামাল বলেন, “আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তাই এখন কিছু বলা ঠিক হবে না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।”

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “তাকে (খালেদা জিয়া) বিদেশে নিতে তার ভাই একটি আবেদন করেছিলেন। কিন্তু এখানে আইনি জটিলতা রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এরপর কিছু করতে হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে।”

Link copied!