• ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৩, ০৩:০৬ পিএম
জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহার ঘোষণা বৃহস্পতিবার
বৃহস্পতিবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জাতীয় পার্টি। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

বুধবার (২০ ডিসেম্বর) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবারের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে জাপার শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এর আগে, জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, এবারের ইশতেহারে এমন কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা বড় রাজনৈতিক দলগুলোও হয়তো ভাবছে না।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৩ আসনে ভোট করছে জাতীয় পার্টি।

Link copied!