• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত ভালো থাকতে পারবে না’


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০৪:০০ পিএম
‘বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত ভালো থাকতে পারবে না’
মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে ড. এম সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত ভাল থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, “ভারত যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, এটা প্রতিবেশী দেশ হিসেবে ভালো লক্ষণ না। ২ দেশের সম্পর্ক ভালো হওয়া উচিত। এখন বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, তাহলে তারাও ভালো থাকতে পারবে না।”

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ৫ নম্বর মাছ ঘাট এলাকায় বিআইডব্লিউটিএ ও বিআরডব্লিউটিপি-১ প্রকল্পের লঞ্চঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এম সাখাওয়াত হোসেন বলেন, “বাংলাদেশ ১৮ কোটি মানুষের দেশ। ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে। এটা তাদের ব্যাপার। তবে আমি মনে করি, ভারতের সঙ্গে যে সম্পর্ক রয়েছে সেটা যদি নষ্ট হয় তাহলে ভারতের ক্ষতি হবে, আমাদের না।”

বড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বাধা আসে জানিয়ে নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, “শীতলক্ষ্যা নদীসহ দেশের সকল নদীদূষণ রোধে পরিবেশ মন্ত্রণালয়কে ও নৌ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোশাক শিল্পপ্রতিষ্ঠান প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, “গার্মেন্টস বন্ধে বড় ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। যেসব গার্মেন্টস বন্ধ হয়েছে, এখানে শ্রমিকের দোষ দিলে হবে না, কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে তা টের পাচ্ছে সরকার। যেসব পোশাক কারখানা ঋণগ্রস্ত এবং যেসব গার্মেন্টসের মালিক পাওয়া যাচ্ছে না, এগুলোর বিষয়ে আগামী সপ্তাহে নির্দেশনা দেওয়া হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!