• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সাবেক সচিবের বাসায় মিলল বৈদেশিক মুদ্রাসহ বিপুল টাকা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ১০:০৬ এএম
সাবেক সচিবের বাসায় মিলল বৈদেশিক মুদ্রাসহ বিপুল টাকা

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে বিদেশি মুদ্রাসহ বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) রাতে যৌথবাহিনীর অভিযানে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

এ ঘটনায়  সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন এবং তার ছেলেকে আটক করা হয়েছে। 

জানা যায়, রোববার রাতে উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। চার ঘণ্টা পর তাদের আটক করা হয়। এ ছাড়া তার বাসা থেকে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

২০২০ সালে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই, অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। পুলিশের পক্ষ থেকে জানানো হয় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!