• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘মবতন্ত্র’ কীভাবে কমবে, জানালেন আইন উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০২:২৫ পিএম
‘মবতন্ত্র’ কীভাবে কমবে, জানালেন আইন উপদেষ্টা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “বিচার বিভাগ থেকে শুরু করে সব বিভাগ সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।”

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় তিনি এসব কথা বলেন।

আসামিদের জামিন দেওয়ার বিষয় তুলে ধরে আসিফ নজরুল বলেন, “মামলার এজাহার সুন্দর করে লেখেন, তথ্য দিন। হুটহাট করে কাউকে জামিন দেবেন না, বিচার বিবেচনা করে দেবেন।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে আইন উপদেষ্টা বলেন, “আমরা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। পতিত ফ্যাসিস্টরা লাখ লাখ টাকায় দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে ।”

আসিফ নজরুল আরও বলেন, “বিগত ১৫ বছর ধরে দেশে অরাজকতা, গুম ও খুন হয়েছে। প্রতিটা হত্যার বিচার হবে এ বার্তা দিতে হবে। তা না হলে এ পদে থাকার কোনো মানে হয় না।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!