• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গরম কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ০৩:২৬ পিএম
গরম কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
তাপপ্রবাহ বইছে। ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীসহ সারা দেশে টানা গরমের পর ঘূর্ণিঝড় ‘রেমাল’র কারণে গত সোমবার সারা দেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। এরপরও ফের গরম পড়তে শুরু করেছে। চলমান এই গরম আরও অন্তত দুই দিন থাকতে পারে। কোনো স্থানে তাপপ্রবাহও হতে পারে। তবে টানা তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার (৩০ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

ভারী বৃষ্টির পর এত তাপ ও অসহনীয় গরমের কারণ কী, এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, মাটির সুপ্ত তাপ ছাড়তে সাহায্য করেছে বৃষ্টি, যার কারণে পরিবেশ উষ্ণ হচ্ছে। এ কারণে, কোনো তাপদাহ বা উচ্চ তাপমাত্রা না থাকলেও অস্বস্তি অনুভূত হচ্ছে। এটি মূলত ভ্যাপসা গরমের কারণে।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ। এত আর্দ্রতার জন্যই গরম যা–ই থাকুক, মানুষের মধ্যে অস্বস্তি বেশি থাকবে।

রাজধানীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এমন গরম শুক্রবারও (৩১ মে) থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে শনিবার (১ জুন) থেকে বৃষ্টির পরিমাণ বাড়লে গরম কিছুটা কমতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!