• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

কাঁচা মরিচের ঝাঁজে উত্তপ্ত বাজার


খাদিজা নিপা
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩, ০২:৫৩ পিএম
কাঁচা মরিচের ঝাঁজে উত্তপ্ত বাজার

বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। একই সঙ্গে বেড়েছে শিম, ফুলকপিসহ আরও কিছু সবজির। তবে গাজর, টমেটোর দাম কিছুটা কমেছে। স্বস্তি দিচ্ছে পেঁপে, মুলা, শালগম দামে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে এই চিত্র।

এখন সবজির ভরা মৌসুম। বাজারে শীতের সবজির সরবরাহ থাকলেও দাম কম নয়। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি বেড়েছে ৩০ টাকা। গত সপ্তাহেও কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। যা এ সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ৮০-১০০ টাকা। উল্লেখ্য, দেড় মাস আগে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৩০-৪০ টাকায়।

বাজারে সবজির কমতি নেই, তবু বেড়েছে শিম, ফুলকপিসহ আরও কিছু সবজির দাম। গত সপ্তাহেও আকার অনুযায়ী ফুলকপির দাম ১০-১৫ টাকা ছিল, যার বর্তমান দাম ২৫-৩০ টাকা। আবার শিম গত সপ্তাহে ৩০-৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। একইভাবে বেড়েছে বেগুনের দামও। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেগুনের দাম বেড়েছে ১০-১৫ টাকা। কারওয়ান বাজারে কেজিপ্রতি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায় আর গোল বেগুন ৪৫ টাকায়।

বাজারে কিছু সবজির দাম বাড়লেও কমার খবর দিচ্ছে টমেটো, গাজর। কেজিতে ১০ টাকা কমে প্রতি কেজি টমেটোর বর্তমান মূল্য ৪০-৪৫ টাকা। গাজর বিক্রি হচ্ছে ৪০ টাকায়। তবে নিম্ন আয়ের মানুষের জন্য কিছুটা স্বস্তি দিচ্ছে শালগম, মুলা, পেঁপে। এই তিন ধরনের সবজি কেজিপ্রতি ১০-২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে কারওয়ান বাজারে। বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়।

স্থির রয়েছে আলুর বাজার। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা দরে। কিছুটা বেড়েছে বিদেশি সবজি ক্যাপসিকাম। দেশি সবুজ রঙের ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায় আর রঙিন ইন্ডিয়ান ক্যাপসিকাম সপ্তাহের ব্যবধানে ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৮০-৩০০ টাকা।

দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে কারওয়ান বাজারের বিক্রেতা মো. আনোয়ার হোসেন সংবাদ প্রকাশকে বলেন, যেসব পণ্য বাজারে কম আসে তার দামই বেড়ে যায়। মাঝখানে শীতের প্রকোপ কিছুটা বেশি ছিল বলে কিছু মালের সরবরাহ কম ছিল, সেগুলোই বেড়েছে। আবার ইজতেমা ঘিরে ঢাকায় লোকসমাগম বেশি হওয়াতেও দাম কিছুটা বেড়েছে। কিন্তু দাম বাড়লেও বিক্রি ভালো হচ্ছে।

Link copied!