• ঢাকা
  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১, ৫ রবিউল আউয়াল ১৪৪৫

আ.লীগের শান্তি সমাবেশে ব্যাপক যানজট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০৫:০২ পিএম
আ.লীগের শান্তি সমাবেশে ব্যাপক যানজট

যাত্রাবাড়ি চৌরাস্তা শহীদ শেখ রাসেল পার্কের সামনে শান্তি সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় এই সমাবেশ শুরুর আগেই রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথে ব্যাপক যানজট সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়েন যাত্রীরা। এ নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, ডেমরা-যাত্রাবাড়ি, সাইনবোর্ড-যাত্রাবাড়ি ও পোস্তগোলা-যাত্রাবাড়ি সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।  

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

Link copied!