• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

অবরোধ সফল করতে গণফোরাম-পিপলস পার্টির বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০৪:১৫ পিএম
অবরোধ সফল করতে গণফোরাম-পিপলস পার্টির বিক্ষোভ
ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সোমবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি আরামবাগ থেকে শুরু হয়ে মতিঝিল শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে এসে শেষ হয়।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, “কোনোদিন কোনো স্বৈরশাসক জনগণের আন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি। যতই হুমকি দেন, আগুনে পুড়িয়ে দেবেন, হাত ভেঙে দেবেন, জনগণ অধিকার আদায়ে পিছপা হবে না। জনগণের দাবির প্রতি যদি সম্মান দেখাতে না পারেন, তবে বাংলাদেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হবে।”

সমাবেশে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী প্রমুখ বক্তব্য রাখেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!