• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : মেয়ের পর মায়ের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০১:৫৬ পিএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : মেয়ের পর মায়ের মৃত্যু

ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুকন্যা মরিয়মের (২) পরে মা জোসনা বেগমেরও মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় জোসনার (২৫) মৃত্যু হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জোসনার শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এদিকে জোসনার স্বামী মনজুরুল (৩২), তার ভাগ্নি সাদিয়া আক্তার (১৮) এবং তার বড় বোন হোসনে আরা (২৮) এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, সাদিয়ার ৭৫ শতাংশ এবং হোসনে আরার ২৫ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এর আগে শিশু মরিয়ম রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জোসনা ও তার পোশাককর্মী স্বামী মনজুরুল ইসলাম ধামরাইয় উপজেলার কুমড়াইল এলাকার কবরস্থানসংলগ্ন একটি দোতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। শনিবার ভোরে জোসনা রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে গিয়ে পরিবারের পাঁচজন দগ্ধ হন।

Link copied!