• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৩০, ২০২৪, ১০:০০ এএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত কক্ষ। ছবি : সংগৃহীত

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ মে) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে একটি তিনতলা ভবনের নিচতলায় এই বিস্ফোরণ হয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তালহা বিন জসিম আরও বলেন, “আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে। তবে সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!