• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০২:০৮ পিএম
বিজিএমইএর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই
মোস্তফা গোলাম কুদ্দুস। ছবি: সংগৃহীত

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুস আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার জোহর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব কুমিল্লার মিয়ার বাজারে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মোস্তফা গোলাম কুদ্দুস সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে মোহাম্মদ হাতেম বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম পথিকৃৎ মোস্তফা গোলাম কুদ্দুস। তিনি পোশাক খাতের একজন অবিসংবাদিত নেতা। পোশাকশিল্পের আজকের অবস্থানের অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!