• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৬:১৪ পিএম
ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন
যুবলীগের লোগো। ফাইল ফটো

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মিজানুর রহমানকে (জি এস মিজান) আহ্বায়ক এবং মাসুদ আহমেদ, হাজী এইচ এম সেলিম, ইরফান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে ৯০ দিনের জন্য এ কমিটি করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন যুবলীগের উপদপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা।

এতে বলা হয়, যুবলীগের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঢাকা জেলা শাখার কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন করেছেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা জেলা যুবলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে শনিবার থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে তাদের অধীনস্ত সকল শাখার সম্মেলন সম্পন্ন করে ঢাকা জেলা যুবলীগের সম্মেলন করার নির্দেশ প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!