• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিদেশিদের কাছে ২৮ অক্টোবরের চিত্র তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ১০:৪৯ এএম
বিদেশিদের কাছে ২৮ অক্টোবরের চিত্র তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাবসমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার তথ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও ও ভিডিও রাখা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনৈতিক, মিশন প্রধান, জাতিসংঘের সংস্থা প্রধানদের সঙ্গে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য পররাষ্ট্রমন্ত্রী আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।

ব্রিফিংয়ে মোমেন ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Link copied!