রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির পেছনে ২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।
খালেদা ইয়াসমিন বলেন, “আজ বিকেল ৪টায় আমাদের কাছে সংবাদ আসে রাজধানী মহাখালীর সাততলা বস্তির পেছনে দোতলা একটি ভবনে আগুন লেগেছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেটি আবাসিক ভবন। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো সংবাদ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    




























