রাজধানীর সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনের বেইজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা হয়েছে।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে ভবনের আন্ডারগ্রাউন্ডে আগুনের সূত্রপাত হয়।
তথ্যটি নিশ্চিত করেছেন, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব।
বিদ্যুৎ ভবনে কর্মরতরা জানান, ভবনের বেইজমেন্টের সাবস্টেশনের পাশে সিঁড়ির নিচে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে সেটি নিভিয়ে ফেলে। এতে জানমালের কোনো ক্ষতি না হলেও ধোঁয়ায় ভবনের একাংশ আচ্ছন্ন হয়ে যায়।
আগুন লাগার পর সবাইকে ভবন থেকে বের করে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের কাজ করতে হয়নি।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) অফিসসহ আরও বেশকিছু প্রতিষ্ঠান রয়েছে ভবনটিতে।