• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

ঢাকার সিএমএম আদালত ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০২:২০ পিএম
ঢাকার সিএমএম আদালত ভবনে আগুন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আদালত প্রাঙ্গণের পুলিশ সুপার কার্যালয়ের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, “দুপুর ১টা ২২ মিনিটে আগুন লাগার খবর পাই। এরপর সদরঘাট কেন্দ্র থেকে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

এদিকে ভবনে যখন আগুনের ঘটনা ঘটে তখন আদালত চলছিল। এ সময় বিচারক, আইনজীবীসহ অনেক বিচার প্রার্থী সেখানে উপস্থিত ছিলেন। আগুন লাগার পর পরই তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ গন্তব্যে সরে যান।

Link copied!