• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০২:৩৫ পিএম
লালবাগে মিষ্টির দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামের একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে মিষ্টান্নভাণ্ডারের পাশের এক ব্যবসায়ী বলেন, “আমি বাসায় ছিলাম। আমার ম্যানেজার আমাকে আগুন লাগার বিষয়টি জানায়। এসে জানতে পারি মদিনা মিষ্টান্নভাণ্ডারের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত।”

তিনি বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হওয়াতে সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া গোডাউনে প্লাস্টিকের খেলনা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

Link copied!