• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

ইসি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছে না : সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০২:৩৫ পিএম
ইসি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবছে না : সচিব
ছবি : সংগৃহীত

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেছেন, “দেশে নির্বাচনের তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে, রাজনৈতিক অস্থিরতা ইসিকে ভোট নিয়ে ভাবাচ্ছে না।”

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে তিনি এসব কথা বলেন।  

জাহাংগীর আলম বলেন, “বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেখানে রাষ্ট্রপতিকে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানানো হবে। রাষ্ট্রপতি কোনো পরামর্শ দিলে তা কমিশন শুনবে।”

নির্বাচন কমিশন সচিব বলেন, “আগামী ১৯ নভেম্বর কমনওয়েলথ প্রাক্‌-নির্বাচনী দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। পাশাপাশি মার্কিন নির্বাচন পর্যবেক্ষক ভোটের সময় পর্যবেক্ষণ করতে আসবে।”

মনোনয়নপত্রসহ নির্বাচনসামগ্রী ধাপে ধাপে জেলায় নির্বাচন কার্যালয়গুলোতে পাঠানো হচ্ছে বলেও জানান জাহাংগীর আলম।

Link copied!