• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

আবারও গণফোরামের ইমেরিটাস সভাপতি হলেন ড. কামাল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০৯:৩৬ পিএম
আবারও গণফোরামের ইমেরিটাস সভাপতি হলেন ড. কামাল
ড. কামাল হোসেন। ফাইল ফটো

ড. কামাল হোসেনকে আবারও গণফোরামের ইমেরিটাস সভাপতি করা হয়েছে। এছাড়া মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে দলটি।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলন শেষে কমিটি ঘোষণা করা হয়।

এদিন সকাল ৯টা থেকে দেখা শুরু হওয়া উদ্বোধনী অধিবেশন শেষে বিকেল ৩টায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি নির্বাচনের জন্য বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়।

নির্বাচনী কমিটি সর্বসম্মতিক্রমে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি, মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে গণফোরামের ১৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পরিষদের সদস্য হয়েছেন এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের, মেজবাহ উদ্দীন আহমেদ, মোশতাক আহমেদ, ফজলুল হক সরকার, সেলিম আকবর, সুরাইয়া বেগম, হারুনুর রশিদ তালুকদার, রতন ব্যানার্জি, আব্দুল হাসিব চৌধুরী, আবুল হাসনাত, নিলেন্দু দেব, গোলাম হোসেন আবাব, কাজী মেজবাহ উদ্দিন ও মোহাম্মদ আলী বাদল।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!