• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানি ১৪৪৬

‘গোলাপবাগে যাবে না বিএনপি, প্রয়োজনে শুক্রবারে মহাসমাবেশ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩, ০৮:৩১ পিএম
‘গোলাপবাগে যাবে না বিএনপি, প্রয়োজনে শুক্রবারে মহাসমাবেশ’

গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করবে না বিএনপি। তারা নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়। প্রয়োজনে শুক্রবার (২৮ জুলাই) ছুটির দিন সমাবেশ করতে রাজি আছে।

বুধবার (২৬ জুলাই) বিকালে মহাসমাবেশের স্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটি বসে এই সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়,  বৈঠক থেকে পুলিশ কমিশনারকে বিএনপি তাদের সিদ্ধান্ত জানিয়েছে। কর্মদিবসে সমাবেশ নিয়ে পুলিশের আপত্তি থাকায় বিএনপি শুক্রবার সমাবেশ করতে রাজি আছে বলে পুলিশকে জানায়। পুলিশ বিএনপিকে জানিয়েছে, তারা বৈঠক করে বিএনপিকে তাদের সিদ্ধান্ত জানাবে।

এর আগে, দুপুরে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানের বদলে সায়েদাবাদ বাস টার্মিনালের কাছের গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশের পরামর্শ দেয় পুলিশ।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, “জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা বিএনপিকে গোলাপবাগে সমাবেশ করার পরামর্শ দিয়েছি।”

Link copied!