• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

শহীদ মিনারের অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৪৩ পিএম
শহীদ মিনারের অনুষ্ঠান ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ডিএমপির লোগো। ফাইল ফটো

জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে অন্তত দেড় লাখ থেকে আড়াই লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ জমায়েত অনুষ্ঠিত হবে।

এ অনুষ্ঠান ঘিরে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিভিন্ন জেলা থেকে আসা যানবাহন নিম্ন নিচের ট্রাফিক নির্দেশনাসমূহ মেনে চলার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

১। গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশকৃত যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

২। সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।

৩। আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ওই অনুষ্ঠানে আসা সবাইকে সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

Link copied!