• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫

পুলিশ সদস্যদের সঙ্গে ডিএমপি কমিশনারের কুশলাদি বিনিময়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৬:৩৪ পিএম
পুলিশ সদস্যদের সঙ্গে ডিএমপি কমিশনারের কুশলাদি বিনিময়
ডিএমপি কমিশনারের কুশলাদি বিনিময়। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সদস্যদের সঙ্গে ঈদের কুশলাদি বিনিময় করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাজারবাগে ঈদের নামাজ শেষে মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বা পিওএমতে যান তিনি। সেখানে পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং ডাইনিং পরিদর্শন ও তাদের সঙ্গে খাবার খান।

সেখানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-র্নিদেশনামূলক বক্তব্য দেন ডিএমপি কমিশনার।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (অপারেশন) ড. মহিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সঙ্গে দেখা করেন ডিএমপি কমিশনার। এরপর তিনি গণভবনে ঈদ শুভেচ্ছায় অংশ নেন। পরে হৃদরোগ ইন্সটিটিউটে সাধারণ রোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!