• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

১৮ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০১:২৪ পিএম
১৮ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি

দেশের ১৮ জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে বুধবার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে। বুধবার সেখানে এ তাপমাত্রা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি।

রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি থেকে কমে হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে কিছু কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, “অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।”

এ আবহাওয়াবিদ আরও বলেন, “যশোর ও চুয়াডাঙ্গা এবং রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলাসহ ১৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত পারে।”

মনোয়ার হোসেন আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী দুই দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।”
 

Link copied!