• ঢাকা
  • মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২, ২৬ মুহররম ১৪৪৬

পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৯:৪৭ এএম
পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রোববার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে এ ঘটনা ঘটে।

তথ্যটি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ নাসির উল আমিন।

কাজী মুহাম্মদ নাসির উল আমিন বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে রাজধানীর পল্টন মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া শক্তিশালী কোনো ককটেল ছিল না। ‌বাজির মতো শব্দ হয়েছে।’

কাজী মুহাম্মদ নাসির উল আমিন আরও বলেন, “কোনদিক থেকে এসে বিস্ফোরণ ঘটিয়েছে সেসব বিষয়ে কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দূর থেকে কেউ ছুড়ে মেরেছে।”

Link copied!