• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘চলতি বছর পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৪, ০৪:৩৮ পিএম
‘চলতি বছর পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে’
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। ফাইল ফটো

রপ্তানিতে নতুন বাজার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেছেন, “চলতি বছর তৈরি পোশাক রপ্তানি ৫০ বিলিয়ন ডলার ছাড়াবে।”

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

পোশাক খাতে বিগত ৩ বছরে টেকসই পোশাক শিল্প নির্মাণে উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরে ফারুক হাসান বলেন, “রপ্তানিতে নতুন বাজার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বাজারে রপ্তানি আগের চেয়ে বেড়েছে। যা বিগত ১৪ বছরে দশ গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পণ্য বহুমুখীকরণও বৃদ্ধি পেয়েছে।”

বিজিএমইএ সভাপতি আরও বলেন, “কৌশলগত কারণে তৈরি পোশাক নিয়ে ভার্চুয়াল মার্কেটে উপস্থিতি বাড়ানো জরুরি। একইসঙ্গে এই খাতে স্থানীয় বিনিয়োগও বৃদ্ধি করতে হবে।”

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর কীভাবে রপ্তানি আয় বৃদ্ধি করা যায়, তা নিয়ে আরও গবেষণার আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!