• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

গাবতলী হাট ইজারার বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সিটি করপোরেশন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৪, ২০২৫, ১২:০৮ পিএম
গাবতলী হাট ইজারার বিষয়ে যে সিদ্ধান্ত নিলো সিটি করপোরেশন

গাবতলী পশুর হাটের ইজারা প্রদানে প্রক্রিয়া ও দরপত্র বাতিলের যে তথ্য ছড়িয়ে পড়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। একই সঙ্গে দুর্নীতির অভিযোগের বিশদ অনুসন্ধানের জন্য কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৪ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মুখপাত্র ফারজানা ববি বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারজানা ববি বলেন, “গাবতলী হাটের ইজারা প্রক্রিয়া ও দরপত্র বাতিলের প্রক্রিয়া সঠিক নয়— এমন সমালোচনার পরিপ্রেক্ষিতে ডিএনসিসি প্রশাসক এ বিষয়ে অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।”

এর আগে ৩০ এপ্রিল এ বিষয়ে তদন্ত করতে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে ডিএনসিসিতে অভিযান পরিচালিত হয়। এ সময় ডিএনসিসি প্রশাসক তাদের সর্বোচ্চ সহায়তার জন্য ডিএনসিসির কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছিলেন।

জানা গেছে, রাজধানীর গাবতলীর পশুর হাটের জন্য সরকার-নির্ধারিত দর ছিল ১৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার টাকা। সর্বোচ্চ দর উঠেছিল সোয়া ২২ কোটি টাকা, যা নির্ধারিত দরের চেয়ে সাত কোটি টাকার বেশি। এর সঙ্গে আরও ২৫ শতাংশ মূল্য সংযোজন কর ও আয়কর (ভ্যাট ও আইটি) রাজস্ব খাতে যুক্ত হওয়ার কথা ছিল। তবে সর্বোচ্চ দরদাতাকে হাটের ইজারা দেয়নি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ইজারার পরিবর্তে গাবতলী হাটে এখন সরাসরি হাসিল আদায় করছে ঢাকা উত্তর করপোরেশন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!