• ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২, ২৭ মুহররম ১৪৪৬

বিমান বিধ্বস্তের ঘটনায় চীন-ফ্রান্সের শোক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:১২ পিএম
বিমান বিধ্বস্তের ঘটনায় চীন-ফ্রান্সের শোক
চীন-ফ্রান্সের জাতীয় পতাকা। ছবি : সংগৃহীত

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ঢাকার চীন ও ফ্রান্সের দূতাবাস। 

মঙ্গলবার (২২ জুলাই) পৃথক বার্তায় তাদের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় চীনা দূতাবাস জানায়, ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় চীনা দূতাবাস গভীরভাবে শোকাহত। দূতাবাস নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবার ও আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

ফ্রান্স দূতাবাস জানায়, সোমবার (২১ জুলাই) ঢাকায় একটি স্কুল ভবনে বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে ফ্রান্স বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

উল্লেখ্য, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭০ জন।

Link copied!