• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

শেখ হাসিনাকে চীনের অভিনন্দন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৪, ০৩:২২ পিএম
শেখ হাসিনাকে চীনের অভিনন্দন
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে অভিনন্দন জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচনী প্রতিশ্রুতিতে পাশে থাকার আশা চীনা রাষ্ট্রদূতের।

সোমবার (৮ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে চীনের অভিনন্দন বার্তা পৌঁছে দেন চীনা রাষ্ট্রদূত।

ইয়াও ওয়েন বলেন, “চীন বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। আধুনিকায়নের পথে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার এবং নির্ভরযোগ্য বন্ধু হবে চীন।”

ইয়াও ওয়েন আরও বলেন, “চীন ও বাংলাদেশের বন্ধুত্ব এগিয়ে নিতে পারস্পরিক আস্থা বাড়াতে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর ফলে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্বকে একটি নতুন উচ্চতায় উন্নীত করা হবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!