• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সন্ধ্যার পর রাজধানীতে বাসে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৩, ০৭:১৯ পিএম
সন্ধ্যার পর রাজধানীতে বাসে আগুন
ছবি : সংবাদ প্রকাশ

রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে বলে জানা গেছে।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর হঠাৎ করেই বিহঙ্গ পরিবহনে আগুন দেখতে পান। ঘটনার পর পুলিশ একজনকে আটক করে নিয়ে গেছে।  

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, “সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই আমরা। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগে আগুন নিভে যায়।”

Link copied!