• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

বয়লার বিস্ফোরণ : দগ্ধ ৭ জনের সবাই মারা গেলেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৩:০২ পিএম
বয়লার বিস্ফোরণ : দগ্ধ ৭ জনের সবাই মারা গেলেন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকার রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ইব্রাহিম হাওলাদার (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে দগ্ধ সাতজনের সবাই মারা গেলেন।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, “রূপগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় সাতজনকে আমাদের এখানে নিয়ে আসা হয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবক মারা গেছেন। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায়।”

এর আগে ৪ মে বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছিলেন।

Link copied!