• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২২ মুহররম ১৪৪৬

বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে : ডিএমপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ০২:২২ পিএম
বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে : ডিএমপি

১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান।

ফারুক হোসেন বলেন, “১০ ডিসেম্বর বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানকে ভেন্যু হিসেবে দেওয়া হয়েছিল। তাদের পক্ষ থেকে আরামবাগের মাঠে সমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ডিএমপি সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশের অনুমতি দিতে অনড়। কোনোভাবেই রাস্তায় সমাবেশের অনুমতি দেবে না ডিএমপি।”

১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী বা যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ফারুক হোসেন।

Link copied!