ঢাকার প্রাণকেন্দ্রেই গণসমাবেশ করবে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০২:৫৩ পিএম
ঢাকার প্রাণকেন্দ্রেই গণসমাবেশ করবে বিএনপি

জমায়েত ছোট হলেও ঢাকার প্রাণকেন্দ্রের যেকোনো স্থানে গণসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিকেল তিনটায় দলীয় সিদ্ধান্ত জানানোসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, ঢাকার প্রাণকেন্দ্র, অর্থাৎ নয়াপল্টনের বাইরে আরামবাগ, মতিঝিল, কমলাপুর, গোলাপবাগ—এসব জায়গার যেকোনোটিতে তারা গণসমাবেশ করতে চান। এর বাইরে অন্য কোথাও না যাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি।

স্থায়ী কমিটির এই সভায় ডিবি কার্যালয়ে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস ছাড়া সবাই অংশ নেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

এদিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। বুধবার (৮ ডিসেম্বর) নয়াপল্টনে হামলা ও ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।”

Link copied!