• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৪, ১২:১৫ পিএম
তালা ভেঙে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকলেন বিএনপি নেতাকর্মীরা
বিএনপি কার্যালয়ের ফটকে লাগানো তালা ভাঙছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

আড়াই মাস পর বিএনপির নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়েছেন। অর্থাৎ কার্যালয়ের বদ্ধ তালার চাবি ছিল না তাদের কারো কাছেই।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে কার্যালয়ের প্রধানফটকের তালা ভেঙ্গে ঢুকে পড়েন।

বিএনপির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ বিকেল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও সেলিমা রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার আগেই কার্যালয়টিতে ঢুকে পড়লেন দলের নেতা-কর্মীরা। 

বিএনপি সূত্রে জানা গেছে, নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও সরকারের বিরুদ্ধে আপাতত বড় কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। তাই সাংগঠনিক কার্যক্রম শুরু এবং নেতাকর্মীদের কার্যালয়মুখী করার সিদ্বান্ত নিয়েছে দলটি।

গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সেদিন থেকেই বিএনপির নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধ অবস্থায় আছে। এ সময় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়সহ দেশের অন্যান্য স্থানেও দলটির অন্যান্য কার্যালয় বন্ধ ছিল। এমনকি বিজয় দিবসসহ জাতীয় দিনগুলোতেও কার্যালয় খোলা হয়নি।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!