‘বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২২, ০২:৫১ পিএম
‘বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে’

ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এ ধরনের কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

রোববার (৪ ডিসেম্বর) বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের জনসমাবেশ নিয়ে বিভ্রান্তি তৈরির জন্য জঙ্গি নাটকের অবতারণা করা হয়েছে। আমি এই ঘৃণ্য চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

বিএনপি চেয়ারপারসনকে চাপে রাখা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে ব্যারিকেড দিয়ে তাকে চাপে রাখা হচ্ছে। আমরা ব্যারিকেড সরিয়ে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা সারা দেশে এতগুলো সমাবেশ করেছি। কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। শত উসকানির মুখে আমাদের নেতাকর্মীরা ফাঁদের মুখে পা দেয়নি। ঢাকায় যে সমাবেশ হবে সেটাও শান্তিপূর্ণ হবে।”
 

Link copied!