• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শোভাযাত্রা করায় বিএনপি নেতা খোকনকে শোকজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৮:০৩ এএম
শোভাযাত্রা করায় বিএনপি নেতা খোকনকে শোকজ

দলের চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে নোয়াখালী নিজ সংসদীয় আসনে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাকে শোকজ করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাকে শোকজের চিঠি পাঠানো হয়েছে।

দলের একটি সূত্র জানিয়েছে, কেন দলীয় নির্দেশনা অমান্য করে খোকন মোটরসাইকেল শোভা করেছেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে মাহাবুব উদ্দিন খোকনকে একাধিকবার ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় দপ্তর এক চিঠিতে জনগণকে দুর্ভোগের মধ্যে না ফেলে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহনের শোভাযাত্রা পরিহার করার জন্য কেন্দ্রীয়সহ তৃণমূল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পোস্টার, ব্যানার, ফেস্টুন প্রদর্শন করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!