• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৪, ০৮:৩৯ এএম
বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বেনাপোল এক্সপ্রেস। ছবি : সংগৃহীত

রাজধানীর গোপীবাগে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (৫ জানুয়ারি) রাতে দুর্ঘটনার পরপর রেলপথ মন্ত্রণালয় এই তদন্ত কমিটি করে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান জানান, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কতজন দগ্ধ হয়েছে এবং এটি নাশকতা নাকি দুর্ঘটনা সেটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!