• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৪:৪৬ পিএম
বৃষ্টি উপেক্ষা করে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু
ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে এ সমাবেশ শুরু হয়।

এর আগে সমাবেশে অংশ নিতে ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশে ব্যাপক জনসমাগমের প্রস্তুতি হিসেবে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যৌথ সভার পর তৃণমূল নেতাকর্মীদের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন দুই মহানগর নেতারা।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত আছেন
জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম,,সাংগঠনিক সম্পাদক মির্জা আজম
উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Link copied!