• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৬:৫৪ পিএম
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সংসদীয় দলের সভা শুরু হয়েছে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি এ সভা শুরু হয়।

আওয়ামী লীগের সভাপতি, সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় সভাপতিত্ব করছেন। একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের এটি অষ্টম ও শেষ সভা।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় দলের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এমপিদের নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

Link copied!