• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

৩০০ ফুট সড়কে সেনাবাহিনীর অভিযান, আটক ১২


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০২:২০ পিএম
৩০০ ফুট সড়কে সেনাবাহিনীর অভিযান, আটক ১২

রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফুট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা-পুলিশ এই অভিযান চালায়।

এ সময় মোট ১৩৬টি মামলা দেওয়া হয়। এ ছাড়া জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। মাদক সেবন, সরকারি কাজে বাধা এবং সিগন্যাল অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।

এ ছাড়া জব্দ করা হয় ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!