• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

অসহযোগের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০২:৩৭ পিএম
অসহযোগের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংবাদ প্রকাশ

দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন চলছে। এরমধ্যে মধ্যেই দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) এক বার্তায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বার্তায় বলা হয়, সোমবার (৫ আগস্ট) সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে স্মৃতিফলক উন্মোচন এবং বিক্ষোভ ও গণঅবস্থান হবে। এছাড়া ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করা হবে।

মঙ্গলবার (৬ আগস্ট) লংমার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় শাহবাগ এলাকায় এ কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে।

কর্মসূচি সফলের নির্দেশনায় বলা হয়, সব এলাকা, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেপ্তার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!