• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৪, ০৩:১৩ পিএম
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
সংসদ ভবন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেলা ৩টার মধ্যে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করার আহ্বান জানিয়েছিল।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এক ভিডিও বার্তায় এ আল্টিমেটাম দেন দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, “আজ বেলা ৩টার মধ্যে ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। যদি ৩টার মধ্যে ঘোষণা না আসে, তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!