• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘২১ আগস্ট’ উপলক্ষে দুই কর্মসূচির ঘোষণা আ.লীগের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৩, ০৪:৩৪ পিএম
‘২১ আগস্ট’ উপলক্ষে দুই কর্মসূচির ঘোষণা আ.লীগের

‘২১ আগস্ট’ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে দুই কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১৯ আগস্ট) দলের দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (২১ আগস্ট) বেলা ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটির কেন্দ্রীয় ও ভ্রাতৃপ্রতিম এবং সহযোগী সংগঠনগুলো। এরপর বেলা সোয়া ১১টায় ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কর্মসূচিতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং আওয়ামী লীগের অন্যান্য ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Link copied!