‘১০ ডিসেম্বরের পর খালেদার নির্দেশে দেশ চলবে’-বিএনপি নেতা আমান উল্লাহ আমান স্বপ্ন দেখে এমন কথা বলে ফেলেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
তিনি আরও বলেন, “আমানের জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা।”
সোমবার (১০ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামালকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, “সুলতানা কামাল একজন মানবাধিকার কর্মী ও দেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। তার অনেক বক্তব্যের সঙ্গে আমি নিজেও একমত নই। তার বেশিরভাগ বক্তব্যই সরকারের বিরুদ্ধে। তাই বলে তাকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা, সেটা স্বাধীনতা বিবর্জিত। যারা এ ধরনের মানবাধিকার ও সমালোচক তারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখে। তাদের সেই বক্তব্যের সমালোচনা হতে পারে। কিন্তু ব্যক্তিগত আক্রমণ সেটা হওয়া উচিত নয়।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, “সুলতানা কামালের ব্যাপারে রিজভী যে বক্তব্য দিয়েছেন, যেভাবে তাকে আওয়ামী লীগের দালাল বলেছেন এটা উচিত নয়। কখন রিজভী আহমেদ মির্জা ফখরুল সাহবকে বলে বসেন তিনিও আওয়ামী লীগের দালাল, সে শঙ্কার মধ্যে আছি। একজন রিজভী আহমেদ থাকলে বিএনপির আর কিছু লাগে না। আমি মনে করি তার এ বক্তব্য স্বাধীনতা এবং শিষ্টাচার বহির্ভূত হয়েছে।”































