• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির অভিযোগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৩, ০৮:৪১ এএম
খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশির অভিযোগ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়। ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টা ৪০ মিনিটের দিকে গুলশান কার্যালয়ে ঢুকে এ তল্লাশি চালানো হয়।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

শামসুদ্দিন দিদার জানান, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশের ১৫ সদস্যের একটি দল রাত ১০টা ৪০ মিনিটের দিকে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি চালায়। পরে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে অর্পণের জন্য এনে রাখা ফুলের রিংটি নিয়ে যায়।

অভিযোগ করে শামসুদ্দিন দিদার আরও জানান, বৃহস্পতিবার সকালে কেউ চেয়ারপারসনের কার্যালয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে অভিযানে সময় শাসানো হয়। ওই সময় প্রায় ১৫ মিনিট অবস্থানকালে পুলিশ কার্যালয়ের বিভিন্ন কক্ষের ভিডিও ধারণ করে নেয় বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পুলিশ প্রবেশের সময় অফিস স্টাফরা উপস্থিত ছিলেন।

Link copied!