• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,
সংরক্ষিত নারী আসন

কাল থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৪, ১০:৪১ এএম
কাল থেকে আ.লীগের মনোনয়ন ফরম বিতরণ

দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণের দিন ঘোষণা করেছে আওয়ামী লীগ। রোববার (৪ ফেব্রুয়ারি) দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গল থেকে বৃহস্পতিবার (৬-৮ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

মনোনয়ন ফরম বিতরণ ও জমা নিতে কেন্দ্রীয় কার্যালয়ে আট বিভাগের জন্য পৃথক বুথ খোলা হয়েছে। কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে। সব বিভাগের ফরমই জমা নেওয়া হবে নিচতলায়।

বাড়তি লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদনপত্র সংগ্রহের সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। ফটোকপির ওপর মোবাইল নম্বর ও সাংগঠনিক পরিচয় স্পষ্টভাবে লিখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Link copied!