• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৯:৫৫ পিএম
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
প্রতীকী ছবি

রাজধানী ঢাকায় আগামী ১ জানুয়ারি নির্বাচনী জনসভা করার অনুমতি পেয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন এবং নির্বাচন কমিশন নির্দেশনা অনুসরণের শর্তে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১ জানুয়ারি দুপুর ২টায় ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী জনসভার বিষয়ে অনাপত্তি জ্ঞাপন করা হলো।

এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশের অনুমিতি চেয়ে আবেদন করা হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!