• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

বজ্রপাতের সময় করণীয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১২, ২০২৩, ০৪:৪১ পিএম
বজ্রপাতের সময় করণীয়

বজ্রপাতে মৃত্যুর ঘটনা আমাদের দেশে নতুন কিছু নয়। গ্রামাঞ্চলে এ ঘটনা বেশি ঘটে থাকে। তাই বলে নগরে যে বজ্রপাতে কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, তা নয়। তাই কিছু সতর্কতা মেনে চললে, বজ্রপাতে প্রাণহানী থেকে রক্ষা পাওয়া যাবে। চলুন জেনে নেওয়া যাক বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার ১০টি উপায়:

  • বিদ্যুতের খুঁটি, লাইন ও উঁচু জায়গা থেকে দূরে থাকুন।
  • পাহাড়ের চূড়া বা সমুদ্রসৈকতে অবস্থান করা ঠিক নয়।
  • জলাশয় থেকে সরে আসুন। নৌকায় থাকলে ছাউনির নিচে প্রবেশ করুন।
  • মেঘের আওয়াজ শুনলেই নিরাপদ আশ্রয়ে চলে যান। গাছের নিচে, টেলিফোন, বিদ্যুৎ,
  • ইন্টারনেটের তার বা এ ধরনের কোনো সংযোগ খুঁটির পাশে দাঁড়াবেন না।
  • গাড়ি থেকে বের না হয়ে ভেতরে আশ্রয় নিতে পারেন।
  • মাঠ বা খোলা জায়গায় থাকবেন না।
  • বজ্রপাতের সময় টিভি, ফ্রিজ ও এসির সুইচ বন্ধ রাখুন।
  • টিনশেড বাড়ি হলে সরে গিয়ে পাকা বাড়িতে অবস্থান নিতে পারেন।
  • ঘরের জানালা বন্ধ রাখুন। বজ্রপাতের সময় জানালা স্পর্শ করা যাবে না।
  • ঘরের ধাতব কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করা যাবে না।
  • খোলা জায়গায় বজ্রপাতের সময় শুয়ে পড়তে হবে।
  • বজ্রপাতে আহত ব্যক্তিকে স্পর্শ না করাই ভালো।
  • বৃষ্টি ও মেঘের গর্জন না থামা পর্যন্ত নিরাপদে থাকা বাঞ্ছনীয়।

বজ্রপাতে কেউ অক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং প্রবল বর্ষণ ও বজ্রপাত চলাকালে যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে।

Link copied!