বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির হয়েছেন দলটির নায়েবে অধ্যাপক মুজিবুর রহমান। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এই বিষয় জানান জামায়াত ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. শফিকুর রহমান গ্রেপ্তার হয়েছেন। আদালতের নির্দেশে তিনি রিমান্ডে রয়েছেন। এই অবস্থায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তাই জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করবেন।
শফিকুর রহমানের গ্রেপ্তারের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, শফিকুর রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। কোনও গোপন সংগঠনের সঙ্গে তার কোনও সম্পর্ক, সংশ্লিষ্টতা নেই। জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে রাজনীতি করে। ডা. শফিকুর রহমানের সব কাজকর্ম প্রকাশ্য, কোনও গোপনীয়তা নেই।